প্রিমিয়ার লিগে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম দুটি গোলের একটি করেছেন সুমনের জায়গায় নামা আরেক স্ট্রাইকার আরমান ফয়সাল আকাশ ও অন্যটি উইঙ্গার শাহরিয়ার ইমন। এদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমহগঞ্জ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে।
দলের হয়ে বোয়েটেং দুটো, তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, সাব্বির হোসেন রাজন হাওলাদার একটি করে গোল করেছেন। লিগে আবাহনী লিমিটেড ৫ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে পুলিশ এফসি তৃতীয় হারে আগের ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে। রহমতগঞ্জও চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে। ইয়ংমেন্স আগের তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।