আবারো নৌকা মার্কায় ভোট দিন

50

ইউএই স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিজয় দিবস ও নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা সভা গতকাল সারজার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ইউ এ ই স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আল জকির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সেকান্দর হোসেন খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী, ইউ এ ই স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টি এস আলী, সহ- সভাপতি সাহাবুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবু, শারজাহ যুবলীগের সভাপতি মোহাম্মদ এনাম, শারজাহ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ নূর, আজমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিকু শর্মা, শারজাহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.জামাল উদ্দিন, আজমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম, শারজাহ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালাউদ্দিন বাপ্পী, বোরহান উদ্দীন, মোহাস্মদ বশির, যুগ্ম সম্পাদক জামশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল আলমসহ অনেকে। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কাকে আবারো বিজয়ী করুন।-