অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আবারও জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। টানা দ্বিতীয় মৌসুমে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার।
গতকাল মেলবোর্নে অনুষ্ঠিত বিদেশি ক্রিকেটারদের ড্রাফটে দ্বিতীয় ডাকেই তাকে দলে টেনে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস।
ড্রাফট থেকে শুধু রিশাদই নন, হোবার্ট তাদের স্কোয়াডে যুক্ত করেছে ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকেও।
এবার বিগ ব্যাশে নিজের প্রাপ্য জায়গা ফিরে পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন রিশাদ। যদিও এবারের ড্রাফটে তার সঙ্গে নাম লিখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসানসহ আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার, তবে কেউই দল পাননি।