আবারও বর্ণবাদী আক্রমণের মুখে পড়েছেন জফ্রা আর্চার। কিছু দিন আগে খেলার পর মাঠে শুনেছিলেন বর্ণবাদী মন্তব্য। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা এই পেসার এবার পেয়েছেন বর্ণবাদী বার্তা। এমন কিছু বার্তার স্ক্রিনশট সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে প্রকাশ করেন আর্চার। ২৪ বছর বয়সী গতিময় এই পেসার মনে করেন, এই সমস্যার সমাধান করা উচিত।
‘আমি বুঝি না, মানুষ কীভাবে আরেক জন মানুষকে এগুলো বলে। এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেক ভেবেছি।
আশা করি, অন্য কাউকে নিয়মিতভাবে এমন কিছু আর সামলাতে হবে না। এটা কখনই গ্রহণযোগ্য নয় এবং আমার মতে, এই সমস্যার সমাধান করা উচিত।’ এর আগেও বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কথা বলেছেন বার্বাডোজে জন্ম নেওয়া আর্চার।