স্পোর্টস ডেস্ক
চলতি নভেম্বরেই নেশন্স লিগের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। তবে টানা দ্বিতীয় দফায় অধিনায়ক কিলিয়ান এমবাপেকেই ছাড়াই দিদিয়ের দেশম ফরাসিদের স্কোয়াড ঘোষণা করেছে। এ নিয়ে কথা বললেও, ঠিক কী কারণে এমবাপে জাতীয় দলের বাইরে রয়েছেন সেটি বলেননি তিনি।
তবে ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে বাজে ফর্মের প্রভাব থাকতে পারে দেশমের এমন সিদ্ধান্তে। উয়েফা নেশন্স লিগে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য ফ্রান্স গতকাল (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ের। এ ছাড়া মাঝের বিরতির পর ফরাসি স্কোয়াডে ফিরেছেন মিডফিল্ডার আন্দ্রে র্যাবিয়ট। নেশন্স লিগের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৮ নভেম্বর একই সময়ে ইতালির মাঠ সান সিরোয় স্বাগতিকদের মোকাবিলা করবে ফ্রান্স। এখন পর্যন্ত নেশন্স লিগে ৪ ম্যাচে ৩ জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের ফরাসিরা দুইয়ে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট (১০) বেশি নিয়ে শীর্ষে ইতালি।