আবারও আফ্রিকান বর্ষসেরা সালাহ

46

গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোহাম্মদ সালাহ। সাদিও মানে ও কালিদু কুলিবালিকে হারিয়ে পুরস্কারটি এবারও জিতলেন লিভারপুলের এই মিশরীয় ফরোয়ার্ড।
টানা দ্বিতীয়বারের মতো বিবিসি’র আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হয়েছেন সালাহ। মিশরীয় তারকা হারিয়েছেন লিভারপুল সতীর্থ মানে ও নাপোলির ডিফেন্ডার কুলিবালিকে। এই দুই ফুটবলারই খেলেন সেনেগাল জাতীয় দলে। পুরস্কারটির দৌড়ে আরও ছিলেন জুভেন্টাস ও মরক্কোর ডিফেন্ডার মেহেদি বেনাতিয়া এবং অ্যাতলেতিকো মাদ্রিদ ও ঘানা মিডফিল্ডার থমাস পার্টি। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে সালাহর। লিভারপুলের জার্সিতে নতুন সব রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তি। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ৩৮ ম্যাচ হওয়ার পর প্রথম খেলোয়াড় হিসেবে মিশরীয় তারকা করেন ৩২ গোল।