আবনায়ে কোদালা ওলামা সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬শত দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী দিয়েছে দাতব্য সংগঠন ‘আবনায়ে কোদালা ওলামা সংস্থা। ৭ মার্চ সকালে পূর্ব কোদালা সন্দ্বীপপাড়া, রাইখালী সুলতানীয়া মাদ্রাসা, পূর্ব কোদালা তাজবীদুল কুরআন নূরানী মাদ্রাসা, দক্ষিণ পাড়া আল কুরআন কমপ্লেক্সে, কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা, ধোপাঘাট প্রাথমিক বিদ্যালয় ও খন্থাকাটা নূরানী মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা দেয়া হয়।
দুপুরে কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসাটির পরিচালক মাওলানা মূফতি আবদুল কাদের। সংগঠনটির অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, মাওলানা আবদুল গফুর, রফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইউনুস, আবদুল গফুর, ক্বারী মুহাম্মদ হাছান প্রমুখ।
সার্বিক সহায়তা করেন সংগঠনটির সভাপতি- মাওলানা সালাহুদ্দীন, সহ সভাপতি মাওলানা শাহরিয়ার মোহাম্মদ ওসমান, সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনসুর আলম, অর্থ সম্পাদক হাফেজ মাসুম, সহ অর্থ সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাওলানা আজিজুল্লাহ ফজল, প্রচার সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সহ প্রচার সম্পাদক হাফেজ ইব্রাহিম, ত্রাণ সম্পাদক মাওলানা ওসমান ওরফে এমরান, পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ ফারুক, সংস্কৃতি সম্পাদক, মাওলানা কলিম উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি