স্পোর্টস ডেস্ক
চট্টগ্রাম চেস কোড একাডেমি আয়োজনে ও ডলফিন ক্লাব- ওয়াহাব ফাউন্ডেশন সহযোগিতায় ডলফিন-ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৫ এ ফিদে মাষ্টার আবদুল মালেক ৭ম রাউন্ড খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
তিনি শেষ রাউন্ডে মুজিবুর রহমানকে পরাজিত করেন। সমান খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করেন দিব্য দাশ ও অভিক সরকার। টাইব্রেকে এগিয়ে থাকায় দিব্য ১ম রানার্সআপ ও অভিক ২য় রানার্স-আপ হয়েছে। ৫ পয়েন্ট পেয়ে দীপংকর চাকমা ৪র্থ ও রবিউল হোসেন ৫ম স্থান। ৪.৫ পয়েন্ট পেয়ে মুজিবুর রহমান ৬ষ্ঠ, নাজিফ নিয়াজ ৭ম ও সুপ্রতিক নাথ ৮ম স্থান অর্জন করেন। ৫০ উর্ধ্বে জাহাঙ্গীর আলম, মহিলা বিভাগে তাওহীদা বেগম, অনূর্ধ্ব ১৬ বিভাগে আহনাফ আবিদ ঈশান, অনূর্ধ্ব ১৪ বিভাগে রিক কিশোর দত্ত ও অনূর্ধ্ব ১২ বিভাগে সুরিদ দে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। এছাড়া বিশেষ পুরস্কার অর্জন করেন সফিউল মুসনাবিন, অনিন্দ্য রিক, অরিত্র বড়ুয়া, আয়ান জামান, আরিয়ান্ট দীক্ষিত, মিসকাত উদ্দীন ও প্রজ্ঞা রায়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আনিসুল হক। চেস কোড প্রতিষ্ঠাতা আলী আবছার সভাপতিত্বে ও পরিচালক মহসিন জামাল পাপ্পু সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেসকোড পরিচালক আলী কায়সার, টুর্নামেন্টের চীফ আরবিটার প্রকৌশলী এস এম তারেক, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা মিঃ দীক্ষিত, মিসেস সাইমা আলম, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন কর্মকর্তা ডঃ মহিউদ্দিন আহসানুল কবির, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ হাসান মারুপ রুমী, রফিকুল পালন। টুর্নামেন্ট ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।