বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের উন্নয়নের প্রাণ পুরুষ আবদুল্লাহ আল নোমান গতকাল ২৫ ফেব্রæয়ারি ২০২৫, মঙ্গলবার, সকাল ৬.০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর মৃত্যুতে সিজেকেএস সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য গভীর শোক প্রকাশ করত: মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ্ তায়ালা’র দরবারে তাঁর বিদেহী নফ্সের মাগফিরাত কামনা করেন।
এদিকে, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন অলঙ্কিতকারী বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. আসফিকুজ্জামান আকতার, সহ-সভাপতি মির্জা সালমান ইস্পাহানী, সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান ও যুগ্ম সম্পাদক ইবাদুল হক লুলুসহ সকলকর্মকর্তা সদস্যবৃন্দ।