চন্দনাইশের পশ্চিম চর বরমায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ মার্চ কর্মসূচি উদ্বোধন করেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বাংলাদেশ সরকারের সিআইপি ওবায়দুল হক চৌধুরী রুকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুনীর চৌধুরী, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আওয়াল, স্থানীয় জনপ্রতিনিধি আনিছ মেম্বার, সমাজসেবক সৈয়দুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং মানবিক সহায়তায় অনন্য দৃষ্টান্ত। সিআইপি সম্মাননা পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে ওবায়দুল হক চৌধুরী রুকনকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি