আবদুর রহমান চৌহরভী (রহ.) ’র সালানা ওরশ কাল

1

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)-এর ১০৪তম সালানা ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯.৩০টা হতে যোহর পর্যন্ত খতমে কোরআনুল করীম, খতমে বোখারী শরীফ, খতমে গাউসিয়া শরীফ, খতমে মাজমু’আহ-এ-সালাওয়াতে রাসূল (দরূদ), শাহানশাহে চৌহর হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রহমাতুল্লাহি তা’আলা আলাইহি’র জীবনী আলোচনা, মিলাদ, সালাত-সালাম ও আখেরী মুনাজাত এবং বা’দ যোহর তাবারুক বিতরণ। আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত হাসিলের জন্য ট্রাস্ট’র নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ ওলীপ্রেমিকদের উক্ত সালানা ওরস মোবারকে অংশগ্রহণের জন্য আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি