আবদুচ ছালামের অনিয়মের তদন্ত শুরু হচ্ছে আজ

11

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের আমলে বিভিন্ন প্রকল্পে ‘অনিয়ম-দুর্নীতি’র অভিযোগের তদন্ত শুরু হচ্ছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি আজ শনিবার সিডিএ কার্যালয়ে তাদের কার্যক্রম শুরু করবে। কমিটির আহব্বায়ক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন এবং সদস্য সচিব, সিডিএ’র সচিব রবীন্দ্র চাকমাসহ কমিটির অন্যান্য সদস্যরা আজ সিডিএ কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করবেন।
সূত্র মতে, কমিটি আবদুচ ছালামের চেয়ারম্যান থাকাকালীন সময়ে গৃহীত ১৩টি প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বহদ্দারহাট ফ্লাইওভার, মুরাদপুর ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার, জলাবদ্ধতা প্রকল্প, কালুরঘাট-চাক্তাই রিং রোড প্রকল্প, বাকলিয়া এক্সেস রোড, চিটাগাং সিটি আউটার রিং রোড, সিডিএ স্কয়ার, কল্পতরু প্রকল্প, সল্টগোলা ডরমেটরি, চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টার প্ল্যান এবং বায়েজিদ লিংক রোড প্রকল্প। কমিটি তাদের তদন্তের স্বার্থে বিভিন্ন নথিপত্র, যেমন ফিজিবিলিটি রিপোর্ট, টেন্ডার ডকুমেন্টস, ঠিকাদার নির্বাচন প্রক্রিয়ার ডকুমেন্টস, এবং প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত অন্যান্য কাগজপত্র পরীক্ষা করবে। ইতোমধ্যে সিডিএ কর্তৃপক্ষ কমিটিকে তাদের তদন্ত কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অফিস আদেশ জারি করেছে।