দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের কাছে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস। গতকাল কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং করতে নামে। সফরকারিদের পক্ষে অধিনায়ক সরফরাজ আহমেদ সর্বোচ্চ ৫৬, ওপেনার শান মাসুদ ৪৪, আসাদ শফিক ২০ ও মো. আমির অপরাজিত ২২ রান করেন। আফ্রিকান পেস বোলারদের মধ্যে অলিভিয়ের ৪টি, ডেল স্টেইন ৩টি, রাবাদা ২টি ও ফিল্যান্ডার ১টি উইকেট পান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ ওভারে এক উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে। এলগার (২০) আউট হয়েছেন আমিরের বলে।