আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৩৬

49

আফগানিস্তানের পশ্চিমে একটি নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় অন্তত পুলিশ ও সরকারি বাহিনীর অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। সোমবার কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে দেশটির বাদগিস প্রদেশের দুইটি স্থানে এই হামলা চালানো হয়। দুটোই তুর্কেমেনিস্তান সীমান্তবর্তী। বাদগিসের প্রাদেশিক পরিষদের প্রধান আব্দুল আজিজ বেক বলেন, পুলিশ, সরকারপন্থী বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। গভর্নরের মুখপাত্র জামশিদ শাহাবি বলেন, এই ঘটনায় তালেবান নিহত হয়েছে।
আহত হয়েছে আরও ১০ জন। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। সংগঠনের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেন, তারা নিরাপত্তা বাহিনীর ৩৬ সদস্যকে হত্যা করেছেন এবং তাদের অস্ত্র জব্দ করেছেন।