টেস্ট এবং ওয়ানডের জন্য নতুন অধিনায়ক পেল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারের পর দেশটির সর্বকালের সেরা অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে হাশমতউল্লাহ শহীদিকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে গত বিশ্বকাপের আগে হুট করে আসগর আফগানকে বাদ দিয়ে গুলবদিন নাইবকে অধিনায়কত্ব দিয়েছিল আফগানিস্তান।
এরপর কয়েক মাসের জন্য রশিদ খানের হাত ঘুরে আসগরের কাছেই ফিরে আসে এসিবি। উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে টপকে বিশ্বরেকর্ড গড়েন আসগর।











