আপিল আদালতের নির্দেশে বহাল থাকছে ট্রাম্পের শুল্ক

1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বহাল রাখার পক্ষে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্ক বাণিজ্য আদালতে স্থগিতের সিদ্ধান্ত দেওয়ার পরদিন বৃহস্পতিবার (২৯ মে) এই পালটা রায় দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন আপিল আদালতের সিদ্ধান্তে বলা হয়, পুরো আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নি¤œ আদালতের রায় স্থগিত রাখার আদেশ দেওয়া হলো। নিজ বক্তব্য পেশ করার জন্য বাদী পক্ষকে ৫ জুন এবং সরকার পক্ষকে ৯ জুন সময় দেওয়া হয়।
মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত বুধবার জানায়, এখতিয়ার বহির্ভূতভাবে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।