সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে মধ্যরাতে সাংবাদিক পরিচয়ে বিট কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুন্ড মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফৌজদারহাট ফরেস্ট বিট কাম স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত একটায় ফৌজদারহাট ফরেস্ট বিট কাম স্টেশন মাদামবিবিরহাট অফিসে ৫টি মোটরসাইকেল করে ৮-১০ জনের একটি গ্রুপ এসে বিট কর্মকর্তার খোঁজ করেন। এ সময় তারা অফিসে ঢুকে ফাইলপত্র আলমারি থেকে বের করে ছবি তুলতে থাকেন। খবর পেয়ে বিট কর্মকর্তা দ্রæত অফিসে আসেন। এ সময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। অফিসে অনিয়ম চলছে বলে চাঁদা দিতে বলেন। তখন বিট কর্মকর্তা থানায় ফোন করতে চাইলে, তারা অফিস ত্যাগ করেন।
এ বিষয়ে বিট কর্তাকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, গভীর রাতে ৮-১০ জনের গ্রুপ সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে আসেন। তারা কাগজপত্র তছনছ করে ছবি তুলতে থাকেন। তারা কে কোন পত্রিকার জানতে চাইলে, কেউ সঠিক উত্তর দেননি। এত রাতে কেন এসেছেন জানতে চাইলে তারা বলেন, সাংবাদিকদের কোন সময় নেই, যখন ইচ্ছে আসতে পারে। আপনার অফিসে অনিয়ম আছে। আমাদেরকে চাঁদা দিতে হবে। এরপর তাৎক্ষণিক থানায় ফোন করলে তারা দ্রæত বের হয়ে যায় এবং আমাকে দেখে নেবে বলে হুমকি দেন।
সীতাকুন্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মধ্যরাতে ফৌজদারহাট বিট অফিসে একদল লোক গিয়ে চাঁদা দাবি করে বিট কর্মকর্তাকে হুমকি দেয়। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।