পূর্বদেশ ডেস্ক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ট্রেইনি চিকিৎসকরা। একইসঙ্গে দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল রোববার অবরোধের পর সহকারী স্বাস্থ্য উপদেষ্টা ডা. সাইদুর আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করেন। সেখানে জানুয়ারি থেকে ৩০ হাজার ও জুলাই থেকে ৩৫ হাজার প্রস্তাব দেন বলে জানিয়েছেন ডাক্তাররা। পরে তারা এ দাবি প্রত্যাখ্যান করে জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। খবর বাংলা ট্রিবিউনের।
ঢাকা মেডিক্যালের ট্রেইনি চিকিৎসক ডা. নুর নবী বলেন, আমাদের সাইদুর রহমান স্যার ডেকেছেন। সেখানে তিনি আমাদের জানান, আপাতত ৩০ হাজার করা হয়েছে। আর বাড়ানো সম্ভব নয়, কারণ এটা কাট বাজেট থেকে করা হয়েছে। তিনি বলেছেন, আমি কথা দিচ্ছি তোমাদের দাবি নবম গ্রেড আলোকে ভাতা ৩৪ হাজার ৬০০ করা হবে। আমি জুলাই থেকে তোমাদের ভাতা ৩৫ হাজার করবো। মৌখিক কথায় আস্থা না রাখতে চাইলে প্রজ্ঞাপন দেবেন বলেও তিনি জানান।
ডা. নুর নবী আরও বলেন, এর জন্য তিনি আমাদের কাছ থেকে ১৬ দিন সময় চেয়েছেন। আমরা জানুয়ারি থেকেই ৩৫ হাজার করার দাবি জানিয়েছি। প্রয়োজনে জানুয়ারি থেকে ৩০ হাজার দিয়ে, পাঁচ হাজার টাকা বাকি রাখতে বলেছি। পরে নতুন বাজেট পাস হলে বকেয়া টাকা দেওয়ার প্রস্তাব করেছি।
তিনি আরও বলেন, আমাদের দাবি জানুয়ারি থেকেই ৩৫ হাজার করতে হবে, অন্যথায় আমরা রাস্তা ছাড়বো না।
এর আগে বিকেলে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে সেটি আগামী বছরের জুলাই মাস থেকে চালু হবে জানিয়ে বলা হয়, আপাতত ৩০ হাজার টাকা করে ভাতা পাবেন চিকিৎসকরা।