বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর সদরঘাট জুঁই কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সালমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও মানবাধিকারকর্মী মো. কামরুল ইসলাম।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও দোয়া কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলেমে দীন মাওলানা মোহাম্মদ সোলাইমান। উপস্থিত ছিলেন আলেম মো. আলাউদ্দিন। সভায় বক্তব্য দেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা মেহেরুন নিপা, মো. ইমরান চৌধুরী, মো. সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ শরিফুল ইসলাম, এম এ মোতালেব, মো. ইলিয়াস রিপন, মো. জামাল, শাহাদাত হোসেন কালাম, মো. সাইফুল ইসলাম, মো. জসীম উদ্দিন সাগর, জাহিদ হাসান, মো. আদনান, আরিফুল হক, নুরুল ইসলাম, আব্দুল আজিজ, মাশরিক তালুকদার প্রিন্স, মো. তানভীর হাসান, মো. আরিফুল হুদা, মো. কাওসার, আবু আনসারী, কলি, জসিম উদ্দিন চৌধুরী বৃষ্টি প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে বক্তব্য দেন মো. রাফি। বিজ্ঞপ্তি