আন্দরকিল্লা শ্রীগুরুধামে ধর্মসভা

0

নগরীর আন্দরকিল্লা শ্রীগুরুধামে চারণ সন্যাসী শ্রীমৎ স্বামী চিন্তাহরণ পুরী মহারাজের ৪২তম ব্রহ্মলীন দিবস স্মরণে বার্ষিক মহানামযজ্ঞ ও ধর্মসভা ৭ এপিল ভোরে দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে সম্পন্ন হয়। ১ম দিবসে অনুষ্ঠিত ধর্মসভায় শ্রীগুরুধামের সেবায়েত দীনেন্দু বিকাশ দত্তের সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন জঙ্গলজলদী চিন্তাহারী সাধনপীঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। প্রধান বক্তা ছিলেন নাট্যজন ও ধর্মতত্ত্ববিদ সুদর্শন চক্রবর্তী। আলোচনায় অংশ নেন শ্রীমৎ স্বামী নির্বাণানন্দ পুরী মহারাজ, কবিয়াল রণজিৎ কর ও শ্রীমৎ নারায়ণ সাধু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নোয়াপাড়া কলেজের সাবেক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। ভক্তি সঙ্গীতাঞ্জলি পর্বে সংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী কেয়া লাহিড়ী, দেবী সোমা দাসী, পবন নাথ, রিংকু চৌধুরী, প্রান্তি চৌধুরী, রিদিমা দেবনাথ, পূজা মল্লিক। গোধূলী লগ্নে অধিবাস কীর্তন পরিবেশন করেন আশালতা কলেজের বাংলা বিভাগের প্রভাষক রাজিব বিশ্বাস। ২য় দিবসে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহানাম সংকীর্ত্তন পরিবেশন করেন স্বামী চিন্তাহারী সম্প্রদায়, প্রভু নিত্যানন্দ সম্প্রদায়, জগন্নাথ সম্প্রদায় ও মদনমোহন সম্প্রদায়। এছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল-মঙ্গলারতি, গুরুপূজা ও চন্ডীপাঠ, রাজভোগ নিবেদন, গুরুকীর্তন ও সমবেত প্রার্থনা। বিজ্ঞপ্তি