গত ২৫ জানুয়ারি গ্রাউন্ডব্র্যাকিংয়ের মাধ্যমে নতুন প্রকল্প আন্দরকিল্লাস্থ রুমঘাটা, সাব এরিয়ায় ‘এপিক মোজাফফর খান লিগ্যাসি’র নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান ও পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, ‘গ্রাহকের চাহিদা ও রুচির সমন্বয়ে আমরা প্রকল্পগুলো নির্মাণ করছি। এপিক মোজাফফর খান লিগ্যাসি সেই ধারাবাহিতায় আধুনিক আবাসন প্রকল্প। গ্রাহকদের আস্থার জায়গায় বিগত ২২ বছর সুনামের সাথে এপিক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে’। ভূমি মালিকদের মধ্যে মোহাম্মদ নাজমুল আহসান খান (সাবেক জিপি, চট্টগ্রাম জেলা জজ কোর্ট), মোহাম্মদ কামরুল আহসান খান, মোহাম্মদ রফিকুল আহসান খান, মোহাম্মদ তারিকুল আহসান খান, মোহাম্মদ ইফতেখার আহসান খান ও মোহাম্মদ হাছিব আহসান খান উপস্থিত ছিলেন। এতে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, নান্দনিক আবাসন প্রকল্প মানেই এপিক প্রপার্টিজ। গ্রাহকের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প তৈরিতে আনে নতুনত্ব। গ্রাহকের পছন্দের সব কিছুই থাকছে এ প্রকল্পে। মোহাম্মদ নাজমুল আহসান খান বলেন, বাজারে অনেক রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে। কিন্তু আমরা এপিকের ওপর আস্থা রেখেছি। কারণ প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা আর সঠিক সময়ে প্রকল্প বুঝিয়ে দেওয়ার সুনাম আমাদেরকে আস্থা জুগিয়েছি। বিজ্ঞপ্তি