আহলে বায়তে রাসূল স্মরণে ৪০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহ্ফিল শুরু হতে যাচ্ছে আজ থেকে। আজ শুক্রবার থেকে ১০ দিনব্যাপী এই মাহ্ফিল চলবে প্রতিদিন বাদ আসর থেকে বাদ এশা পর্যন্ত। মাহ্ফিল বাস্তবায়নে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবারের মাহ্ফিলে প্রতিবছরের মত বিদেশি স্কলারবৃন্দ উপস্থিত থাকছেন। এছাড়াও মাহ্ফিলে আন্তর্জাতিক ওলামা মাশায়েখ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। দেশ বরেণ্য পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গও এতে উপস্থিত থাকবেন।
মাহ্ফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি সুফিসাধক সূফি মুহাম্মদ মিজানুর রহমান ও সেক্রেটারী প্রফেসর কামাল উদ্দিন আহমেদসহ কর্মকর্তাবৃন্দ শুক্রবার থেকে শাহাদাতে কারবালা মাহ্ফিলে অংশগ্রহণের মাধ্যমে মাহ্ফিলকে সাফল্যময় করতে চট্টগ্রামের সকল আশেকে রাসূলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি