আন্তর্জাতিক পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

1

আনোয়ারার দেয়াং পাহাড়ে আন্তর্জাতিক পন্ডিত বিহার বিশ্ববিদ্যালয় স্থাপনে পুনঃখনন কাজ শুরু করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের হস্তেক্ষেপ চায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ। আনোয়ারা উপজেলায় ঝিউরী ও হাইদগাঁও গ্রামের মাঝামাঝি এলাকায় ‘আন্তর্জাতিক পন্ডিতবিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনে ২০১১ সালে ৫০ একর জমি অধিগ্রহণপূর্বক ৫৬০ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ দেওয়ার মাধ্যমে প্রস্তাবিত হয়। ২০২৩ সালে কাজ শুরু হলে মাঝপথে প্রতœতত্ব অধিদপ্তরের আর্থিক ঘাটতির কারণে বন্ধ হয়ে যায়। পুররায় কাজ শুরু করতে প্রধান উপদেষ্টার হস্তেক্ষেপ কামনা করেন নাগরিক উদ্যাগ।
গতকাল চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে আন্তর্জাতিক পন্ডিতবিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ’র আয়োজিত এক মতবিনিময় সভায় নাগরিকগণ উক্ত প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তর্জাতিক পন্ডিতবিহার বিশ্ববিদ্যালয় নাগরিক উদ্যোগের আহবায়ক অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে ও সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অতিথি শিক্ষক নাট্যজন মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রজ্ঞাপাল মহাস্থবির, প্রফেসর ড. অর্থদশী বড়ুয়া, ডা. তনয় রঞ্জন বড়ুয়া, বোধিপাল বড়ুয়া, প্রকৌশলী প্রমোথ বড়ুয়া, এডভোকেট তুষার মুৎসুদ্দী, তাপস বড়ুয়া, সুশীল বড়ুয়া, প্রকৌশলী বিজয় তালুকদার, নাট্যকর্মী মো. রাসেল এবং প্রকৌশলী সুযশ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি