আন্তর্জাতিক নার্সেস দিবসে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের র‌্যালি

1

গত ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র অন্তর্ভুক্ত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতিত আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন রোজি সাহা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতিত ও বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। আরও উপস্থিত ছিলেন কলখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমদপ্তরের সহকারী পরিচালক মোকশেদুল আলম চৌধুরী, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজান, রিপা আক্তার, আদুরী কনা, সুপর্না বড়ুয়া ও মোকাদ্দেসা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি