স্পোর্টস ডেস্ক
সময় শেষ হয়ে আসছে, টের পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দিয়েছিলেন তেমন ইঙ্গিত। এবার আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এই সিরিজের শেষ ম্যাচটি খেলেই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি ঘটবে। অবসরের সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আগেই আলাপ করে রেখেছিলেন বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ।
তিনি বলেন ‘হ্যাঁ, এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। ’
কেনিয়ার বিপক্ষে ২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এখন অবধি ১৩৯টি ম্যাচ খেলে ১১৭.৭৪ স্ট্রাইক রেট ও ২৩.৪৮ গড়ে ২ হাজার ৩৯৫ রান এসেছে তার ব্যাট থেকে।
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তিনি, নেতৃত্ব দেন ২০২১ সালের বিশ্বকাপেও। তার অধীনে এই ফরম্যাটে সবচেয়ে বেশি ৪৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৬টি জয়ও পেয়েছেন তিনি।