আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

1

পূর্বদেশ ডেস্ক

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা দেওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গিয়ে শহীদদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজনও রাখা হয়।
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস স্বাগত বক্তব্য দেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী, জ্যেষ্ঠতম শান্তিরক্ষী হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্য দেন। খবর বিডিনিউজের।
প্রধান অতিথি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়ার পর বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে ভোর ৬টা ১৫ মিনিটে তেজগাঁওয়ে পুরাতন বিমান বন্দর মসজিদ এলাকায় এবং অন্যান্য বিভাগীয় শহরে শান্তিরক্ষী দৌড়/র‌্যালি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এটি উদ্বোধন করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পৃথক বাণী দিয়েছেন। সেইসঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিশেষ জার্নাল ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।