বৈষম্যবিরোধী প্রগতিশীল নাগরিক সমাজ এর উদ্যোগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ৩০ আগস্ট সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির ভাষণে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টামন্ডলীর বৈঠকে এক ঐতিহাসিক মূহুর্তে সর্বসম্মতিক্রমে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসেপিয়ারেন্স’-এ পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে স্বাক্ষর করায় বাংলাদেশের সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার জন্য চট্টলার কৃতি সন্তান নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মাসুদ, আব্দুল হান্নান, নান্টু দাশ, জসিম উদ্দিন ভান্ডারী, বিষ্ণু দেবনাথ ও সখিনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি