৩১ মে আন্তর্জাতিক গুমবিরোধী সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলার গুমের শিকার জাহেদ হাসানের ভাই মেহেদী হাসান, বোয়ালখালীর নজরুল ইসলাম বাচার পুত্র আনিসুল ইসলাম, ফটিকছড়ির বলি মনসুরের পুত্র বাদশাহ, সীতাকুÐের শামিম সরদারের স্ত্রী চম্পা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকার চট্টগ্রামের ফোকাল পারসন ওসমান জাহাঙ্গীর। বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী মোক্তার উদ্দিন, সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ মজুমদার, অভিলাষ মাহমুদ, মীর বরকত, মুজিবুল্লাহ তুষার, জানে আলম, রফিকুল ইসলাম, ফখরুদ্দিন মুহাম্মদ সোহেল, ওয়ালিল্লাহ, জিয়া উদ্দিন, শাহ জালাল, ও এ কিউ এম মোসলেম উদ্দিন। মানববন্ধনের শুরুতে অধিকারের পক্ষ থেকে স্টেটমেন্ট পাঠ করেন মোখতার উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মোমিন। বিজ্ঞপ্তি