আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ‘অধ্যায় শেষ’

1

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের পথচলা থমকে ছিল অনেক দিন ধরেই। এবার তা পুরোপুরিই থামিয়ে দিলেন তিনি। বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না দেশের সফলতম ওপেনারকে। সামাজিকমাধ্যমে গতকাল শুক্রবার রাতে বিদায়ের এই ঘোষণা জানান তামিম।
আগামি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে দলে পেতে বুধবার সিলেটে তার সঙ্গে দুই দফায় বৈঠক করে নির্বাচক কমিটি। পরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার।
বিপিএলে সিলেট পর্বে ফরচুন বরিশালের খেলা শেষে গতকাল শুক্রবার সকালে ঢাকায় ফেরেন তামিম। বিসিবি সূত্রে জানা গেছে, রাতেই তিনি বোর্ডকে জানিয়ে দেন নিজের সিদ্ধান্ত।
বিদায়ী বার্তায় তামিম লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের মনোযাগ বিঘ্ন করার কারণ হতে চান না তিনি। ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক’- বলেন তামিম।