আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

1

স্পোর্টস ডেস্ক

আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই আগ্রাসী ডানহাতি ব্যাটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিদায়বার্তায় ক্লাসেন লেখেন, “আজ আমার জন্য এক দুঃখের দিন। কারণ, আমি সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। এটা আমার ও আমার পরিবারের ভবিষ্যতের কথা ভেবেই নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তে এসেছি, তবে মন থেকে একেবারে শান্তিতে আছি। ”
দক্ষিণ আফ্রিকার হয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাসেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ক্রিকেটজীবনের সহযাত্রী ও কোচদের প্রতি।
একদিনের ক্রিকেটে ৬০ ম্যাচে তার রান ২ হাজার ১৪১, গড় ৪৩.৬৯। সর্বোচ্চ স্কোর ১৭৪। টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার রান, স্ট্রাইক রেট ১৪১.৮৪, সর্বোচ্চ স্কোর ৮১।