আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতায় সেরা কাপ্তাই সেনাজোন অটল ৫৬

1

কাপ্তাই প্রতিনিধি

বাংলাদেশ সেনা বাহিনী ২৪ পদাতিক ডিভিশনের আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা সোমবার (২০ জানুয়ারী) বিকালে কাপ্তাই জোন ৫৬ই বেংগল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাপ্তাই জোন অটল ৫৬ ইস্ট বেঙ্গল। রানারআপ হয় ১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। ফাইনাল খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে অটল ছাপ্পান্ন ইস্ট বেঙ্গলের ল্যান্স কর্পোরাল রাসেল। কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় অটল ছাপ্পান্নর অধিনায়ক ও কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল­াহ জুয়েল পিএসসি সহ ২৪ পদাতিক ডিভিশনের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং সৈনিকগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি কাবাডি প্রতিযোগিতার খেলা শুরু হয়। চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের মোট ১৯টি মেজর ইউনিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।