আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে মোহাম্মদপুর পাবলিক স্কুল

1

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের ফাইনালে উঠেছে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজ। গতকাল বৃহস্পতিবার সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তারা ৮ উইকেটে চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে(সিকেএসপি) পরাজিত করে। টসে জিতে মোহাম্মদপুর প্রথমে ব্যাট করতে পাঠায় সিকেএসপিকে। ৩২ ওভার ব্যাট করে সিকেএসপি ৮৭ রানে সব উইকেট হারায়। দলের হয়ে অধিনায়ক ফাইরাইভ হুমায়ুন ১২, শ্রীকান্ত ১৭ এবং রাহুল ১১ রান করেন। মোহাম্মদপুরের মো. সরফরাজ ২৯ রান দিয়ে একাই ৬ উইকেট দখল করেন।
তাসনিম ১৫ রান দিয়ে ২টি উইকেট পান। জবাব দিতে নেমে মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে। দলীয় ওপেনার সোহাগ ৪২ রান করে আউট হলেও অপর ওপেনার আল দাইয়ান ২২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। সিকেএসপির সিয়াম ২টি উইকেট পান। আগামীকাল ফাইনাল অনুষ্ঠিত হবে।