আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আজ শুরু

1

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রোটার‌্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি এবং পিএইচ আর কমিউনিকেশন লিমিটেড এর যৌথ আয়োজনে চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫ আজ ১৬ ফেব্রæয়ারি রোববার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে।
এ প্রতিযোগিতায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় ১২টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে (ক) প্রিমিয়ার ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি ও চট্টগ্রাম কলেজ, (খ) হাজী মো. মহসিন কলেজ, গভ. কমার্স কলেজ ও মেরিন সিটি মেডিকেল কলেজ, (গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিটি কলেজ ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং এবং (ঘ) ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইসলামিয়া ডিগ্রি কলেজ। প্রতিদিন ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে সাউদার্ন ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনভার্সিটি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা এবং রানার আপ দল পাবে ৭৫ হাজার টাকার পুরস্কার।