পটিয়া প্রতিনিধি
আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের মূলহোতা সুজন দত্তকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মিনি কাভার্ডভ্যান এবং ১ হাজার ৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার জঙ্গলখাইন ইউনিয়নের নয়াহাট শাহ আমানত সিএনজি পাম্প এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অজ্ঞাত ২/৩ জন দুর্বৃত্ত স্মাইল ফুড প্রোডাক্ট লি. কোম্পানির ১৩৬৪ লিটার সয়াবিন তেল বহনকারী মিনি কাভার্ডভ্যানের ড্রাইভারকে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর তারা ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি, মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকাসহ সয়াবিন তেল ও মিনি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় কোম্পানিটির অফিসার শাহ জুলহাস বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ এবং পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামানের নেতৃত্বে পটিয়া ও আনোয়ারা থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করেন।
অভিযানে ছিনতাই চক্রের মূলহোতা সুজন দত্তকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের পূর্ব সিঙ্গহরা পশ্চিম কন্যাপাড়ায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত মিনি কাভার্ড ভ্যান ও ১৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এই ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। জনগণের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় পুলিশ বদ্ধপরিকর। আন্তঃজেলা ছিনতাই চক্রের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।











