আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা সভা

1

আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ কফিল উদ্দিন আহামদ বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১২ মে বিআরটিসি মার্কেটস্থ বাস মালিক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি আলহাজ কফিল উদ্দিন আহাম্মদ বলেন-পরিবহণ সেক্টর এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সেক্টরের মালিক শ্রমিকদের কল্যাণ এবং পরিবহণ ব্যবসার সামগ্রিক উন্নয়নে আমি সাধ্য মতো কাজ করে যাবো- ইনশাল্লাহ। তিনি পরিবহণ সেক্টরের বিদ্যমান সমস্যা নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। দেশের পরিবহণ সেক্টরের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনিয়ন নেতৃবৃন্দ আলহাজ কফিল উদ্দিন আহামদকে অভিনন্দন জানান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আজম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী, সহ-সভাপতি আবদুল জলিল, মো. শহীদুল্লাহ, সহ সম্পাদক মো. মুসলিম (ইসলাম), অর্থ সম্পাদক ছাইদুল হক মাষ্টার, মো. সিরাজ, মো. নুরুল আলম, মনছুর আলম, মো. ইসমাইল, মো. ওসমান, মো. শহীদ মিয়া, আবদুল খালেক, মো. কবির প্রমুখ নেতৃবৃন্দ। পরে নবনির্বাচিত সভাপতি আলহাজ কফিল উদ্দিন আহামদকে বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি