আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪

27

আনোয়ারায় ১২শ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মারুফ (১৯), মো. পারভেজ (২৪), আলাউদ্দিন প্রকাশ ইকবাল (৩২) ও ওয়াহিদুল ইসলাম (২০)। তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।