আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় পারকি সৈকত থেকে আরো ২০ রোহঙ্গিাকে আটক করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে ৮ শিশু, ৬ জন যুবক-বৃদ্ধ এবং ৬ জন নারী রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. মনির হোসেন বলেন, ২০ রোহিঙ্গাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তাদের থানায় হস্তান্তর করার কথা রয়েছে।
এর আগে ১৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে ভাসানচর থেেক কক্সবাজার কুতুপালং শরণার্থী শিবিরে যাওয়ার পথে আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকা থাকে ২৫ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডের হাতে তুল দেন স্থানীয়রা।