আনোয়ারা প্রতিনিধি
ঘূর্ণিঝড় শক্তি’র প্রভাবে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে আনোয়ারা উপক‚লে আটকা পড়েছে দুইটি কয়লা পরিবহন করা বার্জ ও লাইটার জাহাজ। গতকাল বৃহস্পতিবার উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরার উঠান মাঝির ঘাট এলাকার দক্ষিণ পাশে গহিরা উপক‚লের চর ঘেঁষে আটকে যায় নাভিমার-৩ এবং মারমেইড-৩’ নামের বার্জ ও লাইটার নামের দু’টি জাহাজ।
গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দু’টির নিয়ন্ত্রণ নেয়। এই কার্গো জাহাজে কোনো মালামাল ছিল না বলে জানা যায়। জাহাজ দু’টি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।
জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে সাগরে জোয়ারের পানি বাড়তে থাকে। অতিরিক্ত জলোচ্ছ্বাসের প্রভাবে বৃহস্পতিবার রাতে কয়লা বহনকারী কার্গো জাহাজটি উঠান মাঝির ঘাট এলাকার দক্ষিণ পাশে মসজিদ সংলগ্ন চরে ভীড়ে। তবে এটি সরিয়ে না নিলে ঢেউয়ের আঘাতে মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান জানান, আমাদের জাহাজটি দুবাই মালিকানাধীন এক কোম্পানির। আমরা কয়লা নিয়ে বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে গিয়েছিলাম। কয়লা খালাস করে ফিরে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ি। সমুদ্রের জোয়ারের প্রভাবে উপক‚লের চরে আটকে পড়ে আছি।
এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় বলেন, আমরা খবর পেয়ে বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উৎসুক জনতাকে সরিয়ে দিয়ে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নিই।