আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউপির সাবেক চেয়ারম্যান নোয়াব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল চট্টগ্রাম শহর থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় বিএনপির মিছিলে হামলা ও নাশকতার মামলা রয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এতদিন তিনি শহরের বাসায় থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতেন। সম্প্রতি তিনিসহ আট ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, নোয়াব আলী চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সেই মামলায় কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।