আনোয়রা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় ৫ গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে বারশত ইউনিয়নের পশ্চিমচাল কান্তির হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে রাস্তা ঘাটে মানুষজন কম থাকার সুযোগে বিলে চড়তে দেওয়া একটি গরুর বাছুর সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে। আটকদের মধ্যে দুইজন নারী ও অটোচালকসহ তিনজন পুরুষ।
আটককৃত হলো পটিয়া উপজেলার দক্ষিন বুশশি ৪নং ওয়ার্ডের চেকিদার বাড়ির মো. জসিম উদ্দিনের ছেলে মো. বাবুল (২৫), বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা শেখ আহাম্মদ চেয়ারম্যান বাড়ির মৃত দেলা মিয়া সওদাগরের ছেলে মো. নেজাম (২৬), চট্টগ্রামের বাকলিয়া এলাকার আক্কাসের ভাড়াটিয়া মো. ইউসুপের ছেলে মো. রাশেদ (২৫), কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়ার বাজারের মো. ইউচুপের স্ত্রী মো. ইয়াছমিন (৫৫), মো. ইলিয়াছের স্ত্রী ফাতেমা আক্তার (২২)।
প্রত্যক্ষদর্শী মো. সোহেল বলেন, বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকায় বিলের মধ্যে একটি গরুর বাছুর চড়তে দেন এক কৃষক। গরু চোরেরা বাছুরটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে। পরে তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এসব চক্র অটোরিকশা নিয়ে এলাকায় ঘুরে ঘুরে গরু-ছাগল চুরি করে। গতকাল দুপুরে লোকজনের চলাচল কম থাকার সুযোগে বিল থেকে একটি গরুর বাছুর নিয়ে যাওয়ার সময় লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। আটক চোরদের বিরুদ্ধে মামলা হচ্ছে।