নিজস্ব প্রতিবেদক
আনোয়ারা উপজেলার বাঁশখালী-আনোয়ারা-চট্টগ্রাম সড়কের লাবিবা কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাঁশখালীর দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাঁশখালীর সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাইরাং এলাকার শামসুল আলমের ছেলে জিল্লুর রহমান (৪০) ও সাধনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অলি আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)। তারা বাঁশখালী থেকে সিএনজিযোগে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এছাড়া মো. আলমগীর (২৮) ও বিষ্ণু দাশ (২৯) নামে আরও ২ যাত্রী আহত হন।
জানা গেছে, গতকাল সকালে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল। গাড়িটি আনোয়ারার বরুমছড়া লাবিবা কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাঁশখালীর জিল্লুর রহমান ও মো. রাসেল নামে দুই যাত্রী নিহত হন। তাছাড়া চালকসহ আরও ২ যাত্রী আহত হন। আহতদের আনোয়ারা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর দুই যাত্রী নিহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেছেন।