আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গত সোমবার শোলকাটা রাস্তার মাথায় লাবিবা ক্লাবের সামনে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন (৪৫) নামে এক যুবক নিহত হন। নিহত সালাউদ্দীনের বাড়ি আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে।
অপরদিকে গতকাল মঙ্গলবার আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে ট্রাকের ধাক্কায় আবু তালেব (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। এঘটনায় অপর একজন আহত হয়েছেন। এই ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ। এই ঘটনায় আহত ব্যক্তি হলেন মো. সিফাত (২৮)
ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন, ভোর ৬ টার দিকে চাকরিতে যাওয়ার সময় উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই ২ জন আহত হয়। দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই আমরা। সেখান থেকে তাদেরকে চিকিৎসকের পরামর্শে আমিসহ স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ২ ব্যক্তিকে সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন লোকজন। দুইজনের আহত হওয়ার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করি। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এই ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।