আনোয়ারায় শঙ্খের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

2

আনোয়ারা প্রতিনিধি

ঘূর্ণিঝড় শক্তি’র প্রভাবে আনোয়ারায় শঙ্খ নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। এরইমধ্যে তলিয়ে গেছে অনেক কৃষিজমি ও মৎস্যঘের। জোয়ারের পানি আরো বৃদ্ধি পেলে শত শত বসতবাড়ি ডুবে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শঙ্খ নদের নাপিত খাল এলাকায় বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে জোয়ারের প্রভাবে বেড়িবাঁধ ৩০ থেকে ৪০ ফুট ভেঙে যায়। এতে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে এলাকা তলিয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, জুঁইদন্ডী ইউনিয়নের মাঝির ঘাট থেকে নাপিত খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রব্বাত মিয়ার বাড়ি থেকে মৌলি বাজার পর্যন্ত ১ কিলোমিটার বেড়িবাঁধ নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বর্তমানে জুইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদী এলাকায় ১৫০ কোটি টাকা ব্যয়ে ২.৪ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু করছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও বেড়িবাঁধের কাজ না করায় নিম্নচাপের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে কৃষি জমিতে সবজি চাষ ও মৎস্যঘের তলিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী বলেন, সকালে প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এসব এলাকায় কৃষিজমি ও মৎস্যঘের ডুবে গেছে। দ্রুততম সময়ে বাঁধ সম্পূর্ণ না ইউনিয়নের শত শত ঘরবাড়ি ডুবে যেতে পারে। কৃষক নজরুল ইসলাম বলেন, জোয়ারের পানি ঢুকে আমার সবজি খেতে ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙন আরও বেশি হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদ জানান, জুইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের ভাঙন এলাকায় বর্তমানে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশের খবর পেয়ে চলমান কাজের ঠিকাদারকে দ্রæত বাঁধ মেরামতের জন্য বলা হয়েছে।