আনোয়ারায় রং মিশিয়ে ড্রিংকস তৈরি, জরিমানা

2

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ক্ষতিকর রং মিশিয়ে ড্রিংকস তৈরির এক কারখানাকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও আনোয়ারা উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
জানা গেছে, গত ১৭ অক্টোবর সদর ইউনিয়নের কালাবিবির দীঘি এলাকায় মা মার্কেটের ‘এরিকো ফুড এন্ড বেভারেজ’ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে বিএসটিআই’র লাইসেন্স বিহীন অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস উৎপাদনের অভিযোগে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। পরে তা স্থানীয় মহিলা ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। পণ্যটি পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়, সেখানে তা অকৃতকার্য বলে প্রমাণ হয়।পরবর্তীতে গত ৩০ অক্টোবর বিএসটিআই চট্টগ্রামের গঠিত কমিটি ও জিম্মাদারের উপস্থিতিতে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে জব্দ তালিকা মোতাবেক আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক ও মোড়ক ধ্বংসপূর্বক কারখানার অভ্যন্তরে রক্ষিত অন্যান্য জিনিসপত্র প্রতিষ্ঠানের মালিককে বুঝিয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, অভিযানটি বিএসটিআই’র ছিল। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।