আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

3

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসা ও নার্সদের কর্তব্যে অবহেলায় মো. ইফতেখার (১৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার। শিশুটি হাইলধর ইউনিয়নের মাইজপাড়ার নাজিম চেয়ারম্যান বাড়ির ইসহাক মিয়ার পুত্র। সে পীরখাইন মৌলানা আসরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট।
জানা যায়, ছোটবেলা থেকেই ইফতেখার শ্বাসকষ্টে ভুগছিল। গত সপ্তাহে এই সমস্যায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরে। একই সমস্যায় গতকাল আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে একটি ইনজেকশন প্রয়োগ করে কর্তব্যরত চিকিৎসক। এরপর দুপুরে তার মৃত্যু হয়। ইফতেখারের বোন রোজী আকতার বলেন, ইফতেখারের শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালের বহিঃবিভাগে নেওয়া হয়। সেখানে ডা. রুবেল বলেন, তাকে হাসপাতালে ভর্তি করাতে। এরপর আন্তঃবিভাগে ডা. রুখমিলার কাছে গিয়ে যাবতীয় ওষুধ নিয়ে দুপুর সাড়ে ১২টায় তাকে ভর্তি করা হয়। দুপুর একটায় তাকে একটি ইনজেকশন প্রয়োগ করা হয়। ইনজেকশন দেওয়ার সাথে সাথে তার খিচুনি শুরু হয়। কিছুক্ষণ পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পাশের সিটের রোগীর স্বজন মো. রুবেল বলেন, শিশুটির যখন খিচুনি শুরু হয়, তখন নার্সরা মাসিকে ডাকাডাকি করে অক্সিজেন আনতে বলেন। অন্য রুম থেকে অক্সিজেন আনতে আনতে সে মারা যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব হোসেন বলেন, বাচ্চাটি এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। তাকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়। এখানে চিকিৎসক বা নার্সদের দায়িত্বে অবহেলা হলে সেটি তদন্ত করা হবে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।