আনোয়ারা প্রতিনিধি
‘মানুষ কতই না অদ্ভুত। একবার চিন্তা করে না আগামিকাল বাঁচবে কিনা! শুধু চিন্তা করে কাকে কিভাবে ঠকানো যায়। এটাই হলো মানুষরূপী বাস্তব জীবনের কথা ’- এভাবেই কয়েক ঘন্টা আগে নিজের নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড দিয়ে উপরোক্ত কথাগুলো লিখে স্ট্যাটাস দেন ২৫ বছরের তরুণ শহিদুল ইসলাম। তার এই স্ট্যাটাসের তিন ঘন্টার মাথায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মোল্লার বাড়ির শহিদুল।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে। শহিদুল ইসলাম ওই এলাকার আহম্মাদ ছাফার ছেলে। তিনি পেশায় দিনমজুর।
স্থানীয় মো. দিদার হোসেন বলেন, শহীদুলের নির্মাণাধীন ঘরে মিস্ত্রিদের সহযোগিতা করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদুল ইসলামের বন্ধু সাংবাদিক শেখ আবদুল্লাহ বলেন, শহীদুল আমার বাল্যকালের বন্ধু। অকালে তাকে এভাবে হারাতে হবে কখনো ভাবিনি। সে কয়েক ঘন্টা আগেও ফেসবুকে ভিডিও আপলোড করে জীবন-মৃত্যু সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছিল। তার কয়েক ঘন্টার মধ্যেই তার জীবনের ইতি ঘটলো তার স্ট্যাটাসকে প্রমাণ করে।