অর্থ আত্মসাৎ, অবৈধ এডহক কমিটি গঠনসহ বিভিন্ন অভিযোগের দায়ে অভিযুক্ত পদত্যাগকৃত চন্দন মহাজনকে আনোয়ারার পূর্ব বরৈয়া টি.এম.সি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পুনর্বহাল আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। ১১ মে সকালে আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়া এলাকায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবক ও এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে নীতি, নৈতিকতা বিবর্জিত চন্দন মহাজনের পুনর্বহাল আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চন্দন মহাজন গত ৮ জানুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। তারপরও চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রধান শিক্ষক পদে তাকে পুনর্বহালের আদেশ দেয় বলে অভিযোগ করেন বক্তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সাবেক প্রধান শিক্ষক নৈতিকতা বিবর্জিত। তাছাড়া অবৈধ এডহক কমিটির সাথে মিলে বিদ্যালয়ের অর্থ লোপাট করেছেন। এমন শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিক্ষাগ্রহণ করবে? নতুন একজন প্রধান শিক্ষক স্কুলে নিয়োগ দেওয়া হোক। অন্যথায় ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, মো. সেলিম, সাইফুদ্দিন, মাহবুব উদ্দিন, এস এম রাকিব, কামাল সিকদার, মো. পারভেজ, গিয়াস সিকদার, ইমরান, তুষার, মোস্তফা, শাকিল, রোমেন, জহির, মোরশেদ, উসমান, আলী হোসেন, ইসমাইল সিকদার, হৃদয় সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি