আনোয়ারায় নিষ্ঠা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

1

নিষ্ঠা ও আলোর দিশা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ২৭ জানুয়ারি সকাল ১১টায় আনোয়ারা উপজেলার খোর্দ গহিরার উপকূলীয় গ্রামের ৪০টি অসহায়-দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। নিষ্ঠার প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের নেতৃত্বে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন নিষ্ঠার ইসি সদস্য মাওলানা ওয়াহিদুল ইসলাম পাটোয়ারি, প্যানেল চেয়ারম্যান শাহেদা পারভিন, ডলি, আব্দুর রহীম, হাফেজ আব্দুল হক, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, ইদ্রিস আলম, মোক্তার, হাফেজ নুর করিম, জাকারিয়া আলম রিফাত, আসিফ মাহমুদ, নিহাল প্রমুখ। এ সময় ড. নুর হোসাইন বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকাংশ মৎসজীবী। বছরের অধিকাংশ সময় তারা বেকার থাকেন। বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের পানিতে তাদের ঘরবাড়ি তলিয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে মৎসআহরণকারীদের জীবনের নিরাপত্তা নেই। বিনা সুদে ঋণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে তিনি সরকারি উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি