আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় নকল স্বর্ণ দিয়ে প্রতারণা চক্রের ৩ সদস্যকে ধরে পুলিশে দিলো জনতা। গতকাল রবিবার দুপুর ১ টার দিকে কালাবিবির দীঘির মোড় থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী ডাকবাংলো গ্রামের মৃত আলি আহমদের ছেলে আনু মিয়া (৬০), বাঁশখালী চাঁদপুর এলাকার আলি আহমদের ছেলে জাহাঙ্গীর (৪০) ও বাঁশখালী বানিগ্রাম এলাকার আহমদ হোসেনের ছেলে ড্রাইভার নুর নবী (২৬)।
ঘটনার শিকার বারখাইন এলাকার এক নারী বলেন, চাতরী চৌমুহনী বাজার থেকে বাজার করে সড়কের পাশে দাঁড়াই। এ সময় আটক সিএনজি চালক আমাকে বলেন, আপনি কোথায় যাবেন? আমি বললাম বরুমচড়া রাস্তার মাথায় যাব। তখন তিনি বলেন গাড়িতে উঠেন, আমি ওইদিকে যাব। তারপর আমি উঠি। কিছুদূর যাওয়ার পর তিনজন লোক উঠেন। কিছুক্ষণ পর গাড়ি থামিয়ে একজন একটি ব্যাগ কুঁড়িয়ে নিয়ে আমার সামনে খোলেন। দেখি একটি স্বর্ণের বার ও একটি চিঠি। আমার সন্দেহ হলে আমি নেমে যেতে চাচ্ছিলাম। এমন সময় দুই-তিনজন লোক মোটরসাইকেল নিয়ে এসে তাদর আটক করে। এ সময় ১ জন পালিয়ে গেলেও সিএনজি অটোরিকশা চালকসহ ৩ জনকে আটক করে।
চাতরী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আবুল মনসুর বলেন, একজন মহিলার সাথে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণা করার সময় তিন জনকে আটক করে জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।