আনোয়ারায় ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনে সংশয়

2

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় সরকার নির্ধারিত দরে ধান-চাল দিতে অনীহা দেখাচ্ছে কৃষকরা। মাঠপর্যায়ে কৃষকরা বেশি দাম পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস। ফলে এ মৌসুমে আনোয়ারায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে বলে জানা গেছে।
আনোয়ারা উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, জানুয়ারি মাসের শুরু থেকে আনোয়ারায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়। এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কেজি ৩৩ টাকা দরে ৪৮৬ মেট্রিকটন। আর চালের লক্ষ্য মাত্রাপ্রতি কেজি ৪৬ টাকা দরে ৮২৭ টন। তবে গত ১৩ দিনে এক কেজি ধানও সংগ্রহ হয়নি। চাল সংগ্রহ হয়েছে ২০০ মেট্রিকটন। তাও মিলারের মাধ্যমে। স্থানীয় কৃষকরা মাঠ পর্যায়ে ধানের দাম বেশি পাওয়ায় সরকার নির্ধারিত দামে ধান দিতে অনাগ্রহী বলে জানা গেছে।
এরকম হলে লক্ষ্য মাত্রা অর্জনে খাদ্য অফিসকে মিলারদের মাধ্যমেই ধান-চাল সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেনখাদ্য অফিসের কর্মকর্তারা।
কৃষক আব্দুল জলিল বলেন, খাদ্য অফিসে ধান নিলে কত ধরণের নিয়ম-কানুন মানতে হয়। নিয়ম মত না হলে তা আবার ফেরত আনতে হয়। তার চাইতে কৃষকরা একশ টাকা কম হলেও মাঠ থেকে ব্যবসায়ীদের দিয়ে দেয়।
উপজেলা খাদ্য অফিসের ইনচার্জ মো. জয়নাল জানান, স্থানীয় ভাবে ধানের দর বেশি পাওয়ায় খাদ্য অফিসে ধান দিতে চায় না কৃষকরা। তাছাড়া আনোয়ারায় লবনাক্ততা ও জলাবদ্ধতার কারণে চাষাবাদও আগেরতুলনায় কম।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রমজান আলী বলেন, উপজেলা খাদ্য অফিসের চাহিদার প্রেক্ষিতে কৃষি অফিস থেকে তালিকা প্রদান করেছি। তবে শুনেছি এবার কৃষকরা ধান দিতে আগ্রহী নয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকছার বলেন, আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করার কাজ করছি। এখনো বেশ কিছুদিন সময় বাকী আছে। সামনে ভাল কিছুর আশা করছি।